টিউশন ফি সংক্রান্ত অসুবিধা

প্রতি,

অধ্যক্ষ মহাশয়

মহাত্মা গান্ধী কলেজ

লালপুর, পুরুলিয়া, ৭২৩১৩০

 

মাননীয় অধ্যক্ষ মহাশয়,

            ‌ কলেজ থেকে পাওয়া টিউশন ফি এবং এডমিশন ফি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি টি জারি করা হয়েছে, তার উত্তরে আমরা মহাত্মা গান্ধী কলেজের সকল ছাত্র-ছাত্রী আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে, আমাদের বেশিরভাগ ছাত্র-ছাত্রী ওই দুটি ফি একসাথে দিতে সক্ষম নয়। আমরা বেশির ভাগই মধ্যবিত্ত পরিবারের অন্তর্ভুক্ত। আমাদের পক্ষে এই করোনা পরিস্থিতিতে একসাথে এত পরিমাণ টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমরা আন্তরিকভাবে আপনার কাছে অনুরোধ করবো আপনি যেন সেইসব ফি গুলি মকুব করেন যেগুলি মুকুব করলে কলেজের এবং আমাদের ছাত্রদের উভয়েরই ভালো হয় এবং ভর্তির ফি টি যদি আপনি কিস্তির মাধ্যমে দেওয়ার সুযোগ করে দেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম।

    সুতরাং সমস্ত ছাত্র-ছাত্রী পক্ষ থেকে আমরা আপনার কাছে অনুরোধ করবো যেন আপনি ছাত্রদের স্বার্থে কিছু পদক্ষেপ গ্রহণ করেন।


A Student of Mahatma Gandhi College    Contact the author of the petition

Sign this Petition

By signing, I accept that A Student of Mahatma Gandhi College will be able to see all the information I provide on this form.

We will not display your email address publicly online.

We will not display your email address publicly online.


I give consent to process the information I provide on this form for the following purposes:




Paid advertising

We will advertise this petition to 3000 people.

Learn more...